আসলামু ওয়ালাইকুম, আশা করি ভাল আছেন? আজকে শেয়ার করব কিভাবে আপনার অতিরিক্ত ব্লগসাইট ডিলেট করবেন। তার জন্য নিচের স্টেপগুলো ফলো করুন।
প্রথমে আপনার ব্লগসাইটের ড্যাসবোর্ডে গিয়ে যে ব্লগসাইটি ডিলেট করবেন সেইটা সিলেক্ট করুন।
নিচের ছবিটি একটু দেখুন?
খুন আমি আমার ব্লগসাইট Digonto সিলেক্ট করেছি। আপনি আপনার ব্লগসাইট সিলেক্ট করবেন। মনে রাখবেন ভুল যেন না হয়।
তারপর Setting এ ক্লিক করে other/অন্যান্য তে ক্লিক করুন? ওখানে দেখবেন ডিলেট ব্লগসাইট লেখা আছে ওইটাতে ক্লিক করুন?
নিচের ছবিটা একটু দেখতে পারেন?
যখন ডিলেটে ক্লিক করবেন তখন Conform ভাবে আপনাকে ডিলেট করতে বলবে! এখন আপনি conform ডিলেটে ক্লিক করুন ব্যাস আপনার কাজ শেষ।
নিচের ছবিটা একটু লক্ষ করুন
অথবা
যদি আপনি মনে করেন যে আবার আপনি সাইটি
ফেরত পেতে চান তাহলে 90 দিনের মদ্ধে নতুন একটা সাইট ওই নামে ঐ জিমেইল দিয়ে খুলবেন। কতটা কাজ করবে তা পরের ব্যাপার। কিন্তু যে সাইট টি আপনি ডিলেট করতে চান? ওই সাইট আগে সিলেক্ট করবেন ? ঠিক যেভাবে পোষ্ট করার সময় যেভাবে আপনার সাইটি সিলেক্ট করেন। ধন্যবাদ
সব কিছু সাবধানের সাথে করবেন ভুল হলে কিন্তু সর্বনাশ।
No comments:
Post a Comment