আসলামুয়ালাইকুম, আশাকরি ভাল আছেন? আজকে আমি আপনাদের সাথে পকেট রাউটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পর আপনাদের মনে এইটা নিয়ে কোন প্রশ্ন থাকবে না? পোস্টা একটু কষ্ট করে পড়ুন?
এই রাউটার গুলো ফোন বিক্রয়ের দোকান/শপ গুলোতে পাওয়া যায়। আপনার যদি কেনা ইচ্ছা থাকে তাহলে ঐ দোকান গুলোতে গিয়ে বলুন? তারা আপনাকে থাকলে দিবে। আর না থাকলে ত৩দের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন।
পকেট রাউটার কি?
পকেট রাউটার WiFi রাউটারের চেয়ে ছোট,এবং সহজে নিজের ইচ্ছামত যেখানে খুসি,সেখানে ব্যাবহার করতে পারবেন। আকারে ছোট ও পকেটে করে বহন যোগ্য বলেই এই রাউটাকে পকেট রাউটার বলা হয়।পকেট রাউটারের কাজ কীভাবে করে?
এটি তেমন কিছু না। এই রাউটারের জন্য আপনার আলাদা কোন লাইন বা নেটওয়ার্কের প্রোয়জন নেই । এটা আপনার সিম নেটওয়ার্ক দ্বারা চালিত। আপনি যে সিম ওই রাউটারে প্রবেশ করাবেন সেই নেটওয়ার্কের অধিনে কাজ করবে। এর জন্য আপনাকে মাসিক কোন ভাড়া কিংবা কোন অর্থ প্রদান করতে হবে না। এটা একবার কিনলে আজীবনের জন্য আপনার। যে সব স্থানে নেট স্পিড কম সেখানে আপনি এই রাউটার ব্যবহার করে ভাল স্পিড পাবেন। এমন কি এটি আপনি একাধিক মোবাইল,কম্পিউটা র,ল্যাপটপে ব্যবহার করতে পারবেন।
পকেট রাউটারে জন্য কি ডাটা প্রোয়জন?
পকেট রাউটারের জন্য যেহুতু কোন নেট লাইন নেই? তাই এটার জন্য আপনাকে ডাটা ব্যাবহার করতে হবে? আপনার সিমে যতটুকু ডাটা থাকবে ততটুকু ব্যবহার করতে পারবেন এর বেশি না। তবে সিম নেটওয়ার্কের চেয়ে বেশি ভাল স্পিড পাবেন। সাধারনত যারা গ্রামে থাকেন GP নেটওয়ার্ক ভাল পেলেও অন্যান্য নেটওয়ার্ক কম পায়| গ্রামের নেট ব্যবহারারির জন্য এটা বেশি উপযুগী।
পকেট রাউটার কিভাবে ব্যবহার করবেন?
খুব বেশি কঠিন কাজ নয়। রাউটারে আপনার সিম ঢুকাবেন তারপর ক্যাবলটি চার্জারের মত আপনার ফোনের সাথে আর রাউটারের সাথে লাগাবেন। নিচের ছবিটি দেখুন ভালভাবে বুঝতে পারবেন।
দাম কত?কোথায় পাওয়া যায়?
পকেট রাউটার বিভিন্ন দামের পাওয়া যায়। সেটা আপনার উপর নির্ভর করছে । আপনি কেমন কিনতে চান? আমার দেখা মতে আমি 400-2900 টাকা পর্যন্ত রাউটার দেখেছি।
500,1900,2500,বিভিন্ন দামের পাওয়া যায়।
500,1900,2500,বিভিন্ন দামের পাওয়া যায়।
এই রাউটার গুলো ফোন বিক্রয়ের দোকান/শপ গুলোতে পাওয়া যায়। আপনার যদি কেনা ইচ্ছা থাকে তাহলে ঐ দোকান গুলোতে গিয়ে বলুন? তারা আপনাকে থাকলে দিবে। আর না থাকলে ত৩দের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন।
এখন আপনি ভাবতে পারেন যে কোন রাউটারের কেমন স্পিড সেইটা বললেন না কেন? আসলে বাজারে প্রতিনিয়ত নতুন নতুন রাউটার আসছে। এখন তার কিংবা ক্যাবল ছাড়া রাউটার পাওয়া যাচ্ছে। তাই এর দাম কমতেও পারে বাড়তেও পারে। আপনি কেমন বাজেটে কিনবেন সেইটা মোবাইল শপের মালিককে বললে আপনাকে বিস্তারিত ধারনা দিবেন। তবে আমার মতে 2500-2900 টাকার মদ্ধে কেনা অনেক ভাল।
আপনার যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্টে বলবেন? আমি অবশ্যই তার সমাধান দিব।
দেখা হবে নতুন কোন টিউন নিয়ে। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ
ভাই ক্যাবল ছাডা চার্জ দিয়ে ব্যাবহার করা যাবে এমন কোন রাঊটার বাজারে আসছে কি
ReplyDeleteমানে আমি চার্জ দিব যতক্ষন থাকবে ততক্ষন চলবে
😃😃
Deleteভাই ৬ মাসের জন্য কোন ইন্টার নেট কিন্ততে হবে এমন ওয়াইফাই রাউটার আছে
Deletetnx
ReplyDeleteএটা তার বিহীন ব্যাবহারযোগ্য কিনা?
ReplyDeleteএটা কি চার্জ দিতে হয়?
ReplyDeleteজ্বি
Deleteরাউটারে সিম দিলে মোবাইলে দিতে হবেনা।
ReplyDeleteযেখানে খুবই কম স্পিড এমনকি স্পিড পাই না বললেই চলে, সেখানে কি এটা কাজ করবে?
ReplyDeleteএকটি পকেট রাউটার দিয়ে একসাথে কয়টি ডিভাইস চালানো যাবে?
ReplyDeleteএম বি যদি কেনা লাগে তাহলে রাউটার কিনতে যাবো কেন..?রাউটার থাকবে মাসিক কোনো চার্জ নিবে আর কোনো এম বি কিনতে হবে না।
ReplyDeleteতাই ত
Deleteটেলিটক সিমের নেট আমার এলাকায় পায়। ২জি নেটওয়ার্ক শুধু পায়। এখন কি এই পকেটে রাউটারের টেলিটক ডাটা ব্যবহার করা যাবে। দয়াকরে জানাবেন
ReplyDeleteটেলিটক সিমের নেট আমার এলাকায় পায়। ২জি নেটওয়ার্ক শুধু পায়। এখন কি এই পকেটে রাউটারের টেলিটক ডাটা ব্যবহার করা যাবে। দয়াকরে জানাবেন
Deleteভাইয়া আমার ৩জি ফোন তো আমার ফোনে কি ৫০০ টাকার রাউটার কেমন কাজ করবে??
ReplyDeleteপকেট রাউটার ব্যবহার করে মাসিক কত টাকা যাবে,,আর আনলিমিটেড চালানো যায় যেন
ReplyDeleteখরচ কেমন
ReplyDeleteএটা দিয়ে কী আউটসোর্সিং এর কাজ করা যাবে?
ReplyDelete৫০০ টাকা রাউটার কেমন কাজ করবে
ReplyDeleteজদি এমবি কিনতেই হয় তাহলে আর রাউটার দিয়ে লাভ কি তারপর আবার যতটুকু ডাটা ততক্ষণ চালাতে পারবো!! শুধু পকেট রাউটার কনো মাসিক চার্জও নেই শুধু পকেট রাউটার দিয়ে আনলিমিটেড চালাতে পারবো কি??
ReplyDeleteআমি একটা পকেট রাউটার কিনতে যায় সস্তা দামে ৪জি আর ল্যাপটপে ব্যবহার করা যাবে?
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThanks for sharing awesome post.
ReplyDelete